ফেসবুকে বিজ্ঞাপন দেবে না পেপসিকো-স্টারবাকস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৫:৪৮ পিএম | আপডেট: ২৯ জুন ২০২০, ০৫:৫০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পেপসিকো ইনকর্পোরেট ও স্টারবারকস। এছাড়া আরো কিছু বড় প্রতিষ্ঠানও ফেসবুকের বিজ্ঞাপন দেবে না বলা জানা যায়। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, জুলাই ও আগস্টে ফেসবুকে বিজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকবে পেপসিকো।  

বিবিসির খবর থেকে জানা যায়, ফেসবুকে বিজ্ঞাপন না দিলেও, ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে বিজ্ঞাপন দেবে কফি চেইন স্টারবাকস। তবে সাধারণ যেকোনো পোস্ট ফেসবুকে অব্যাহত রাখবে বলেও ব্র্যান্ডটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।   

অ্যান্টিডিফেমেশন লিগ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপল, স্লিপিং জায়ান্টস এবং কালার অফ চেঞ্জের মতো সংস্থা জুলাই মাসে ফেসবুকে বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে। এছাড়া ভেরাইজন কমিউনিকেশনস, ইউনিলিভার, কোকা-কোলা, বেন অ্যান্ড জেরি, হার্শিজ-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। 

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, তারা কোনো প্রকার ‘হিংসাত্মক’ পোস্ট, বিজ্ঞাপন ফেসবুকে দেবে না। এ ধরনের সব কিছু নিষিদ্ধ করেন মার্ক। 

জাকারবার্গ জানিয়েছেন, তাদের নতুন নীতিমালায় বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদী মনোভাব এবং লিঙ্গভেদের মতো স্পর্শকাতর বিষয় নিষিদ্ধ করা হবে।

আর তাই বড় বড় প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিজ্ঞাপন বয়কটের ঘোষণা দেয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh