করোনায় আক্রান্ত ১১৪৬০ পুলিশ ও আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৮:১৮ এএম | আপডেট: ০১ জুলাই ২০২০, ০৮:২২ এএম

পুলিশ ও আনসারে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। পুলিশ ও আনসার বাহিনীর ১১ হাজার ৪৬০ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশের ১৭৯ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ১০ হাজার ৭৬৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। 

করোনায় আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ হাজার ২৮৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় ৬ হাজার ৪৩৮ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। 

পুলিশে গতকাল পর্যন্ত মোট ৪ হাজার ৪৯৮ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ১১ হাজার ৩৯৫ জন পুলিশ কর্মকর্তা। করোনা মহামারিতে পুলিশের ৪২ সদস্য মৃত্যুবরণ করেছেন।

আনসার ও ভিডিপি সদর দফতর সূত্র জানায়, গতকাল পর্যন্ত ৬৯৬ জন আনসার করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৮০ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৫ শতাংশ। ১৬৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ১৪৭ জন সদস্য। করোনায় প্রাণ হারিয়েছেন আনসারের ৩ সদস্য।

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ ও আনসার বাহিনীর সদর দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh