ক্রিকেটার নাজমুল অপু ও তার মা-বাবা করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৫:৩৫ পিএম

নাজমুল ইসলাম অপু

নাজমুল ইসলাম অপু

দেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও তার মা-বাবা জুনের মাঝামাঝিতে আক্রান্ত হওয়ার পর করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন।

আজ বুধবার (১ জুলাই) সংবাদমাধ্যমকে নিজেই করোনা মুক্তির খবর জানান তিনি। 

নাজমুল বলেন, আমরা পরশুদিন নমুনা পরীক্ষা করেছি ও ফল পেয়েছি। আমরা সবাই এখন এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছি। আক্রান্ত হওয়ার পর আমি হতাশ হয়ে পড়েছিলাম কারণ আমার কী করা উচিত বা কী করা উচিত নয় তা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাই এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার আনন্দ অনেক বেশি। আমি শুধু ভাষায় এটি প্রকাশ করতে পারব না।

নাজমুলের বাবা হৃদরোগজনিত রোগে ভুগছেন। এটি তার পরিবারের প্রধান উদ্বেগ ছিল।

এর আগে নাজমুল বলেছিলেন, আমার বাবা হৃদরোগে ভুগছেন। তাই আমরা তাকে নিয়ে খুব চিন্তিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নাজমুল ও তার মা-বাবা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকেই চিকিৎসা নিয়েই সুস্থ হলেন তারা।

নাজমুল ছাড়াও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাবেক ওপেনার নাফিস ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাশরাফি ও নাফিস দুজনেই সুস্থ আছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh