করোনা নেগেটিভ আসার পর গ্রেফতার বিএনপি নেতা

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০১:৪২ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২০, ০৮:২৩ পিএম

খুলনা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইজগাতি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বাবু। বুধবার তার করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। পৃথক রুমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিলেন বাবু। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ১৪ দিন পর তার আরো একটি টেস্ট করা লাগবে। এ অবস্থায় তাকে গ্রেফতার করা অমানবিক।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বাবুকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্ট আছে তাই গ্রেফতার করেছি। এটা তার শারীরিক বিষয়। ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আদালতের নির্দেশ পালন করেছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh