পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা আক্রান্ত

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২০, ০৭:২৫ পিএম

জাহিদ ফারুক শামীম।

জাহিদ ফারুক শামীম।

করোনা আক্রান্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। 

সম্প্রতি জাতীয় সংসদের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। সেই পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, ‘করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী ঢাকার নিজ বাসায় ছিলেন। পরে তাকে রাজধানীর সিএমএইচ-এ করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘তার সাথে আমার কথা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হলেও তার মধ্যে করোনার কোন উপসর্গ নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তবে তার পরেও সতর্কতার অংশ হিসেবে সিএমএই-এ ভর্তি হয়েছেন।

তিনি জানিয়েছেন, এর আগে গত ১০ দিন পূর্বে আরো একবার তিনি তার কভিড-১৯ পরীক্ষা করেছিলেন। এসময় তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার জাতীয় সংসদের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হলে রিপোর্ট পজেটিভ আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh