পরিবারসহ করোনামুক্ত হলেন শহীদ আফ্রিদি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৮:২৩ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২০, ০৮:২৩ পিএম

করোনাভাইরাস থেকে সপরিবারে সেরে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি নিশ্চিত করেছেন। 

টুইটারে আফ্রিদি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে এবং তারা এখন করোনামুক্ত। আমাদের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। এখন পরিবারকে সময় দেয়ার পালা। আমি এটা খুব মিস করছি।

এর আগে গত ১৩ জুন করোনায় আক্রান্তের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান আফ্রিদি। তার পরিবারের করোনায় আক্রান্তের খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত আরোগ্য লাভের আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই নিজ দেশের অসহায় ও কর্মহীন মানুষজনের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি হাজারো অসচ্ছল মানুষকে সহায়তা করেছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh