ভিয়েতনাম থেকে ফিরেছেন ১১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০১:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২০, ০২:২৯ পিএম

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশে ফিরেছেন। এদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। বাকি ৯ জন চাকরির নামে প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়েছিলেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তারা এ কাজে সার্বিক সহযোগিতা ও বিমানবন্দরে উপস্থিত থেকে ১১ জনকে বিদায় জানান।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে বাংলাদেশি দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠাতে সম্মত হয়।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh