সৌদি থেকে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৩:১০ পিএম

সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া শুক্রবার সকালে ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে দেশে ফিরেছেন। এদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। বাকি ৯ জন চাকরির নামে প্রতারণার শিকার হয়ে সেখানে গিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh