করোনায় মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৩:৩৫ পিএম

ফরিদপুর জেলা জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এ জি মুহাম্মদ খুরশিদ আলম (৮৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ক্যাপ্টেন এ জি মুহাম্মদ খুরশিদ আলম। চিকিৎসা চলাকালীন অবস্থায় করোনা সংক্রমণ শনাক্ত হয়। পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার থেকে তিনি আইসিইউতে ছিলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় খুরশিদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh