বুড়িমারী স্থলবন্দর ২১ দিন পর আবারো চালু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৩:৫০ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ থাকা বুড়িমারী স্থলবন্দর ২১ দিন বন্ধ থাকার পর আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এর আগে গত ১০ জুন বন্দরের কার্যক্রম চালু হলেও তা বন্ধ হয়ে যায়। ওইদিন বন্দর চালুর ৫ ঘণ্টা পর বাংলাদেশী পণ্য প্রবেশে বাঁধা দিয়ে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকার নাগরিকরা বিক্ষোভ করলে ওইদিনই ফের বন্ধ ঘোষণা করা হয়।

বুড়িমারী স্থলবন্দর গত বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল ও কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

গত বৃহস্পতিবার ভারত বাংলাদেশের আমদানি-রপ্তানিকারকদের বৈঠক শেষে উভয় দেশের পণ্য আনা-নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পরপরই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh