এখনো করোনা পজিটিভই আছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০৬:১৪ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২০, ০৬:১৫ পিএম

গত ২০ জুন করোনায় আক্রান্ত হন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। আক্রান্তের পরে বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছিলেন এ নড়াইল এক্সপ্রেস। 

সর্বশেষ করোনার আক্রান্তের ১০ দিনের মাথায় গত মঙ্গলবার (৩০ জুন) নমুনা পরীক্ষা করান। পরীক্ষার ফল পজিটিভ আসে মাশরাফির।

এরপর আক্রান্ত হওয়ার ১৪ দিন হয়ে গেলেও আর পরীক্ষা করাননি তিনি। আগামী দুই একদিনের মধ্যে পরীক্ষা করানোর খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মাশরাফি। তবে আগামী ৮ জুলাই পরীক্ষা করানোর কথা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে মাশরাফি ভালো আছেন বলে নিজেই জানিয়েছেন।

মাশরাফি গণমাধ্যমকে বলেন, '১০ দিনের মাথায় পরীক্ষা করিয়েছিলাম। ফল পজিটিভ আসে। ১৪ দিন হলেও ভাবলাম দুইদিন পরই আবার পরীক্ষা করিয়ে কী হবে! কয়েকদিন পর আবার পরীক্ষা করাবো।'

এদিকে, ১০ দিনের মাথায় মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজারও করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। কয়েকদিন পর মাশরাফির সঙ্গে তিনিও পরীক্ষা করাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh