বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি: ক্লাব প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৭:১১ এএম

বার্সেলোনার কোচ হিসেবে শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজের নাম ঘোষণা দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমিউ।

তবে কবে তিনি কাতালানদের দায়িত্ব বুঝে পাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। সর্বশেষ ভালভের্দের চাকরি হারানোর পর চলতি মৌসুমে বার্সার দায়িত্ব বর্তায় কিকে সেতিয়েনের উপর।

কিন্তু দলকে খুব একটা সুবিধাজনক অবস্থায় নিতে পারেননি তিনি। বরঞ্চ লিগ শিরোপা হারানোর দ্বারপ্রান্তে বার্সা।

তাই বেশ কিছু দিন ধরে জাভি হার্নান্দেজের সাথে কথা চালিয়ে যাচ্ছিলো বার্সা। তবে কিছুদিন আগে কাতারের ক্লাব আল সাদের সাথে চুক্তি বাড়িয়েছেন জাভি। কিন্তু তারপরও আশাবাদী বার্সা প্রেসিডেন্ট।

তবে চলতি মৌসুম শেষ হলে কিকে সেতিয়েনের প্রস্থান অনেকটাই নিশ্চিত। লা মেসায়াসহ বার্সার বয়সভিত্তিক দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে জাভির।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh