করোনায় মৃতের সংখ্যা পৌনে ৬ লাখ ছাড়ালো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১০:৪৪ এএম

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৬১০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত ও মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩। এছাড়া এক লাখ ৩৮ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯। এর মধ্যে ৭২ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭ হাজার ৬৪৫। এর মধ্যে ২৩ হাজার ৭২৭ জনের মৃত্যু হয়েছে।

এরপরই রয়েছে রাশিয়ার অবস্থান। দেশটিতে ৭ লাখ ৩৩ হাজার ৬৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১১ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯১ জনের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh