শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১১:১০ এএম

করোনাভাইরাসের কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লকডাউন শেষে খেলায় ফিরে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পয়েন্ট হারানোর সুবাদে এবং একের পর এক জয়ে ২০১৬-১৭ মৌসুমের পর ফের লা লিগা জিততে চলেছে রিয়াল মাদ্রিদ।

সোমবার (১৩ জুলাই) রাতে গ্রানাদার ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শিরোপা থেকে আর মাত্র ২ পয়েন্ট দূরে অবস্থান করছে জিনেদিন জিদানের শিষ্যরা।

আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ভিয়ারিয়ালকে হারাতে পারলেই ২০১৬/১৭ মৌসুমের পর ফের স্পেনের শীর্ষ লিগের শিরোপা জেতার স্বাদ পাবে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

ম্যাচের ১০ মিনিটে কাসেমিরোর বাড়িয়ে দেয়া বলে বুলেটগতির শটে দলের প্রথম গোলটি করেন মেন্দি। এর মাত্র ৬ মিনিট পরেই মিডফিল্ডার লুকা মদ্রিচের দারুণ এক পাস ধরে বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে পরাস্ত করেন স্বাগতিক দলের স্ট্রাইকার ডারউইন ম্যাচিস। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh