আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবানের হামলায় নিহত ১১

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১২:০০ পিএম

আফগানিস্তানের একটি গোয়েন্দা কার্যালয়ে তালেবানের গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন।

সোমবার সামানগান প্রদেশের রাজধানী আয়বাকে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনডিএস) কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে জানানো হয়, হামলার দায় স্বীকার করেছে তালেবান।

প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ সেদিক আজিজি বলেন, তালেবানরা প্রথমে গাড়ি বোমা হামলার করে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়।

প্রাদেশিক স্বাস্থ্য মহাপরিচালক খলিল মুসাদেক জানান, এই হামলায় শিশুসহ ৪৩ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এই হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh