ঈদের ৭ দিন আগে বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১২:৩০ পিএম

ঈদুল আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস দেয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। 

প্রস্তাব অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে বলে সোমবার (১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী নিশ্চিত করেছেন।

শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষকদের ঈদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে এসে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে। 

মাউশি সূত্র জানায়, ২৩ জুলাইয়ের মধ্যে চেক ছাড়া হবে। যাতে করে  শিক্ষকরা ২৬ তারিখেই বোনাস তুলতে পারেন।

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে সোমবার। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh