রক্তে অক্সিজেনের মাত্রা জানাবে ঘড়ি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৫:১৯ পিএম

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন এক ঘড়ি এনেছে যার মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা মাপা যাবে। কারণ এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার। এছাড়া এতে রয়েছে ১০০ প্রকার ওয়ার্কআউট মোড। 

রক্তচাপ ও হার্টরেটের পাশাপাশি ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) হেলথ মনিটরিংও করা যাবে এর মাধ্যমে। একে সংক্ষেপে অক্সিজেন স্যাচুরেশন বা এসপিও২ বলা হয়।

ঘড়িতে থাকা ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে স্মার্ট পাওয়ার সেভিংস ২.০ ফিচার। এতে প্রায় পাঁচশ মিউজিক সংরক্ষণ করা যাবে। মিউজিকগুলো ব্লু-টুথ হেডফোন ও হুয়াওয়ে মিউজিকের মাধ্যমে উপভোগ করা যাবে। এছাড়া এই ঘড়ির মাধ্যমে এসএমএস, ই-মেইল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন রকম নোটিফিকেশনও পাওয়া যাবে! 

এত সুবিধা সম্বলিত ঘড়িটির দাম বাংলাদেশের বাজারে মাত্র ১৩ হাজার ৪৯৯ টাকা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh