বুধবার বনানীতে শায়িত হবেন শাহজাহান সিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৮:৪৯ পিএম

স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজকে মঙ্গলবার ইশারবাদ বনানী গোরস্তানে দাফন করা হবে।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শাহাজাহান সিরাজ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারোয়ার সিরাজ শুক্লা জানিয়েছেন, আগামীকাল (বুধবার) সকাল ১১ টায় এলেঙ্গা শামসুল হক কলেজ মাঠে ও বাদ জোহর কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে জানাজা শেষে ঢাকা গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে বাদ এশা নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময় তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজের ছাত্র ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh