আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৯:১৬ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২০, ০৯:২০ এএম

আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের  ভিড়ে এই বিস্ফোরণ ঘটানো হয়।

বিবিসির খবরে জানানো হয়, হামলার দায় অস্বীকার করেছে তালেবান। অন্যদিকে এখনো কোনো মন্তব্য করেনি আইএস।

লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে জানান, এটা আত্মঘাতী বোমা হামলা। গভর্নরের অফিসের খুব কাছে হামলার ঘটনাটি ঘটে, যেখানে প্রচুর লোক ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, জঙ্গিরা আবারো ঈদের আগের রাতকে হামলার জন্য বেছে নিয়েছে। 

অন্যদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন।

এর আগে ঈদ উপলক্ষ্যে তিনদিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় আফগান সরকার ও তালেবান। যুদ্ধবিরতির মাঝেই এই হামলার ঘটনা ঘটলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh