যে দোয়া ক্ষতি থেকে বাঁচায়

ইসলামে জীবনের সকল কিছুর সমাধান রয়েছে। রোগ মুক্তি, হতাশা ও ব্যর্থতা কাটিয়ে উঠার উপায়সহ জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। সকল প্রকার ক্ষতি থেকে বাঁচার দোয়াও রয়েছে।

জানুন যে দোয়া পড়লে আপনি সকল প্রকারের ক্ষতি থেকে বেঁচে থাকবেন তা সম্পর্কে: 

উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন আন নাযিল্লা আও নাদিল্লা আও নাজলিমা আও নুজলিমা আও নাজহালা আও ইউজহালা আলাইনা।’

অর্থ : ‘আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার ওপর আমি নির্ভর করলাম। হে আল্লাহ! আমার পদস্খলন থেকে কিংবা পথভ্রষ্টতা থেকে কিংবা জুলুম করা থেকে কিংবা অত্যাচারিত হওয়া থেকে কিংবা অজ্ঞতাবশত কারো প্রতি মন্দ আচরণ থেকে বা আমাদের প্রতি কারো অজ্ঞতাপ্রসূত আচরণ থেকে তোমার নিকট আশ্রয় চাই।’

ফজিলত : যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে, ইনশা আল্লাহ কেউ তার ক্ষতি করতে পারবে না। এবং তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত, যখন রাসুল (সা.) ঘর থেকে বাইরে রওনা হতেন তখন বলতেন, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন আন নাযিল্লা আও নাদিল্লা আও নাজলিমা আও নুজলিমা আও নাজহালা আও ইউজহালা আলাইনা।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //