সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

সালাতুত তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজে তিনশো বার তাসবিহ পাঠ করা হয়। হাদীসে আছে এই নামাজ  পড়লে আল্লাহপাক আপনার পুরাতন-নতুন,ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, ছোট-বড়, গোপনে-প্রকাশ্যের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। 

এই নামাজ সম্ভব হলে দৈনিক একবার, তা না হলে সপ্তাহে একবার, তা না হলে মাসে একবার, যদি তাও না হয় বছরে একবার পড়া উচিত। 

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম:

সালাতুত তাসবিহ চার রাকাতের নামাজ। প্রত্যেক রাকায়াতে ৭৫ বার করে মোট চার রাকায়াতে ৩০০ বার নিম্নোক্ত দোয়া পড়তে হয়।

দোয়া: ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ 

অর্থ: ‘আমি আল্লাহ তাআ’লার গুণগান কীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার নিমিত্ত, আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ।’ 

ছালাতুত তাসবিহতে উপরোক্ত দোয়া পাঠ করার ব্যাপারে হাদিস ও ফিকাহের কিতাবগুলোর মধ্যে কিছু নিয়ম আছে। সেগুলো হলো: 

১. প্রথমে সালাতুত তাসবিহ নামাজ ৪ রাকাত নফল নামাজের নিয়ত করতে হবে।

২. তারপর সানা,সূরা ফাতিহা,যে কোনো একটা সূরা পড়ার পর উপরোক্ত তাসবিহ ১৫ বার পড়তে হবে।

৩. রূকুতে গিয়ে রূকুর দোয়া পড়ার পর একই তাসবিহ ১০ বার পড়তে হবে।

৪. রূকু শেষ হলে সামিআল্লহু…………হামদ বলার পর দাঁড়িয়েই ওই তাসবিহ ১০ বার পড়তে হবে।

৫. এরপর সিজদায় গিয়ে সিজদার দোয়া পড়ার পর একই তাসবিহ ১০ বার পড়তে হবে ।

৬. একটি সিজদা হতে উঠে বসেই ১০ বার পড়তে হবে।

৭. তারপর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার দোয়া পড়ার পর ১০ বার পড়তে হবে। 

৮. দ্বিতীয় সিজদা হতে উঠে বসে আবারো ১০ বার পড়তে হবে। এক রাকাত শেষ হলো। ঠিক একই নিয়মে আরো ৩ রাকআত নামাজ পড়তে হবে। সর্বমোট এক রাকাত নামাজে উপরোক্ত তাসবিহ ৭৫ বার পড়তে হবে। ৪ রাকাত নামাজে ৩০০বার হবে।

মাঝ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার আগেই ১০ বার পড়তে হবে । এবং শেষ বৈঠকে ১০ বার পড়ার পর আত্তাহিয়্যাতু ,দরূদ শরীফ,দোআ মাছুরা পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে। 

এই নামাজ যে কোনো সূরা মিলিয়ে পড়া যায়। মাকরূহ সময় ব্যতীত দিনে-রাতে যে কোনো সময় এই নামাজ পড়া যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //