ঈদুল আজহার নামাজও মসজিদে

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। 

একই সাথে ঈদের নামাজ শেষে কোলাকুলি ও পরস্পরের সাথে হাত না মেলানোরও অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (১২ জুলাই)  ঈদুল আজহা উদযাপন নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ১২৯ জন। এদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩০৫ জন। তবে সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //