অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাস

করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে সিবিএসইয়ের (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন) পথে হাঁটলো ভারতের পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর।

প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যের সব শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হবে। কাউকেই আটকে রাখা যাবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ ঘোষণা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে উত্তীর্ণ করার সিদ্ধান্তের কথা বুধবার (১ এপ্রিল) ঘোষণা করেছে সিবিএসই।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা ব্যানার্জির নির্দেশে শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকে উত্তীর্ণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরো জানিয়েছেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা দফতর নতুন কর্মসূচি ঘোষণা করার চেষ্টা করছে।

যাতে প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে রাখা হয়। ই-মেইল, ওয়েবসাইট, দূরদর্শনের মাধ্যমে যাতে শিক্ষার ব্যবস্থা করা যায়।-ইন্ডিয়ান এক্সপ্রেস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //