ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো, মৃত্যু ৩১৬৩

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৬৩ জনে।

মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে চার হাজার ৯৭০  জন। এর ফলে দেশে মোট কভিড-১৯ আক্রান্ত এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। করোনার থাবায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৬৩ জনে।

করোনায় আক্রান্ত হয়ে চিকিত্‍‌সাধীন রয়েছেন ৫৮,৮০২ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৯,১৭৩ জন।

দেশটিতে করোনায় আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশের করোনা আক্রান্তের এক তৃতীয়াংশেরও বেশি সেখানে। এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ হাজার ৫৮ জন। সেখানে মৃত্যু হয়েছে এক হাজার ২৪৯ জনের। 

এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে গুজরাট (১১,৭৪৫) ও চতুর্থ রাজধানী দিল্লি (১০,০৫৪)। তার পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৫,৫০৭), মধ্যপ্রদেশ (৫,২৩৬), উত্তরপ্রদেশ (৪,৬০৫), পশ্চিমবঙ্গ(২,৮২৫), অন্ধ্রপ্রদেশ (২,৪৭৪)।

পরিস্থিতি বিচার করেই রাতারাতি করোনা পরীক্ষার নীতি বদল করেছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় সরকারি সংস্থা আইসিএমআরের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, যাবতীয় উপসর্গহীন ব্যক্তি, যারা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। 

করোনা পরীক্ষা করা হবে হাসপাতালে চিকিৎসাধীন সেই সব রোগীরও, যাদের মধ্যে সামান্য হলেও ইনফ্লুয়েঞ্জার উপসর্গ রয়েছে। বাধ্যতামূলক করোনা পরীক্ষার মধ্যে আনা হয়েছে বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরে ইনফ্লুয়েঞ্জার কবলে পড়া ব্যক্তিদেরও৷  -আনন্দবাজার পত্রিকা ও এই সময়

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //