ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গ

ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত রবিবার দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছিলো ৯০ হাজার ৯২৭ জন। অর্থাৎ গত ১০ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি।

বুধবার (২৭ মে) সকালে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জন করোনা পজিটিভ ব্যক্তি মারা গেছেন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪২৬ জন। এই মুহূর্তে দেশটিতে করোনায় সুস্থতার হার ৪২ দশমিক ৪৫ শতাংশ।

ভারতে করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ মহারাষ্ট্রে হয়েছে। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু।

দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮, মৃত্যু ১২৭ জনের। গুজরাটে আক্রান্ত ১৪ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের।

ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন, মারা গেছেন ২৮৮ জন।-হিন্দুস্তান টাইমস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //