ভারতীয় চাষিদের সেচের পানি দিতে ভুটানের ‘না’

করোনার এই সময়ে ভারতের আসামের চাষিদের সেচের পানি দেয়া বন্ধ করে দিয়েছে ভুটান। এতে বিপাকে পড়েছে চাষিরা। অঞ্চলটিতে চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকরা চাষের জন্য পানি পেতেন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ওই সেচ চ্যানেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ডং।

প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৫৩ সাল থেকে ওই চ্যানেল দিয়ে প্রবাহিত হওয়া পানি ব্যবহার করছেন চাষিরা। তাই আসামের বাকসা জেলার ২৬টি গ্রামের বহু কৃষক ওই চ্যানেলের পানির ওপর নির্ভরশীল। কিন্তু ভুটান বিনা নোটিশে চ্যানেলটি বন্ধ করে দেয়ায় মহাবিপদে পড়েছে চাষিরা। 

ভুটান সরকার কেন এই চ্যানেল বন্ধ করেছেন সে ব্যাপারে কোনো কারণও উল্লেখ করেননি। 

মহামারির সময়ে পানি না পাওয়ায় ভারতীয় চাষিরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। কালিপুর, বোগাজুলি ও কালানদী অঞ্চলের ডং বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সমিতির ব্যানারে জেলার কৃষকরা নিজেদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেছে।

জানা গেছে, আসামের বাকসা জেলার প্রশাসন ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাপারটি নিয়ে আবেদন করেছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //