ভারতে মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল জুলাইয়ে

ভারতে স্থানীয়ভাবে তৈরি হওয়া করোনাভাইরাসের ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু হবে জুলাই মাসে।

হায়দরাবাদের এক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে কোভাজিন। 

ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) তরফে এই সংস্থাকে অনুমতি দেয়া হয়েছে ভারতে মানব শরীরে কভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দফার হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল শুরু করার।

কিছু সংখ্যক মানুষের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। এর আগে প্রাণীর শরীরে দিয়ে দেখা গেছে যে এটা নিরাপদ ও ইমিউন সিস্টেম এতে সাড়া দেয়।

ভারত বায়োটেকের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রি-ক্লিনিক্যাল স্টাডিজের পর যে রিপোর্ট দেয়া হয়েছিল, তার ভিত্তিতেই স্বাস্থ্যমন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। ফেজ ওয়ান ও ফেজ টু ট্রায়াল শুরু হবে ভারতে। জুলাই মাস থেকেই সেই ট্রায়াল শুরু হবে। 

আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সাথে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আলাদা করা হয়েছিল করোনা ভাইরাসের স্ট্রেন। আর তা দিয়েই চলছিল ভ্যাকসিন তৈরির কাজ।

এই কোম্পানিটি এখন পর্যন্ত অন্য ভ্যাকসিনের ৪ বিলিয়ন ডোজ গোটা পৃথিবীতে সরবরাহ করেছে। এইচ১এন১ ও রোটাভাইরাস-সহ কয়েকটি রোগের ভ্যাকসিন তৈরি করেছে তারা। -বিবিসি ও কলকাতা২৪/৭

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //