যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বন্ধ করবে আলিবাবা

যুক্তরাষ্ট্রে সব ধরনের ই-সিগারেট পণ্য বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। 

দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্র জুড়ে ফুসফুসজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে ই-সিগারেট পানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 

ই-সিগারেট পানে শ্বাসযন্ত্রে গুরুতর জটিল রোগে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ই-সিগারেট পানের কারণে অন্তত ১৯৩ জন মারাত্মক ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তাদের মধ্যে ২২ জনই ইলিনয় অঙ্গরাজ্যের।

এমন পরিস্থিতিতে আলিবাবা দেশটিতে ই-সিগারেট পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।

ই-কমার্স সাইটটি জানায়, যুক্তরাষ্ট্রে ই-সিগারেট বিক্রি বন্ধের ব্যাপারে একটি দীর্ঘমেয়াদি নীতি তৈরি করেছে।

এদিকে এই সপ্তাহেই ক্রগার কো, ওয়ালগ্রিন বুটস অ্যালায়েন্স ইনকও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। ওয়ালমার্টও জানিয়েছে, তারা ই-সিগারেট বিক্রি বন্ধ করে দিচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //