মহাশূন্যে প্রথম হাঁটা মানব আলেক্সি আর নেই

মহাশূন্যে প্রথম হাঁটা মানব রাশিয়ার নভোচারী আলেক্সি লিওনভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। 

শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।  

দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নের এই নভোচারী ১৯৬৫ সালে মহাশূন্যে গমন করেন। 

বেশ কয়েক বছর ধরেই লিওনভ অসুস্থ ছিলেন বলে বিভিন্ন রুশ মিডিয়ার বরাতে সংবাদ প্রকাশ করেছে । ১৯৬৫ সালের ১৮ মার্চ মহাকাশে হেঁটেছিলেন অ্যালেক্সি লিওনভ। ভক্সহড ২ স্পেস যান থেকে বেরিয়ে ১২ মিনিটের সেই হাঁটায় সঙ্কটাপন্ন হয়েছিল তার জীবনও।

নিজের জীবনের রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এক সাক্ষাতকারে লিওনভ বলেছিলেন, সেই মহাশূন্যে আমি পা রেখেছিলাম কিন্তু আমি পড়ে যাইনি। নক্ষত্রগুলোর কারণে আমি বেশ অভিভূত হয়েছিলাম।

সেগুলো আমার চারপাশে সব জায়গাতে ছিল; ডান-বামে উপর-নিচে সবখানে। সেই নীরবতায় আমি এখনো আমার নিঃশ্বাস ও হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাই। 

এদিকে এক রকম জাতীয় বীরের মর্যাদা পাওয়া লিওনভের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিওনভকে ‘সত্যিকার অর্থে পথ প্রদর্শক, শক্তিশালী এবং বীর’ হিসেবে আখ্যায়িত করে তার পরিবারের স্বজনদের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করেছেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //