উইন্ডোজ টেন পিসি থেকে যেভাবে অ্যান্ড্রয়েড ফোনের কল কন্ট্রোল করবেন...

উইন্ডোজ টেন পিসি থেকে সরাসরি কল করতে পারবেন এবং কল রিসিভও করতে পারবেন। আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন পড়বে, যেটা কমপক্ষে Android 7.0 Nougat বা আরো পরের ভার্শনে রান করে এবং আপনার পিসিতে ব্লুটুথ রেডিও এনাবল থাকতে হবে। 

ব্যস, আপনি পিসির ফোন অ্যাপ থেকে কন্টাক্ট চয়েজ করে ফোন করতে পারবেন, সঙ্গে কল রিসিভ করতে পারবেন, যে কোনো কল কেটে দিতে পারবেন, এসএমএস সেন্ড করতে পারবেন, এমনকি ভয়েজ ম্যাসেজ ও রেকর্ড করতে পারবেন। যেহেতু এটা প্রিরিলিজ করা সফটওয়্যার, তাই এতে কিছু গ্লিচ থাকতেই পারে।

তবে এটা ভালো ব্যাপার যে পিসি থেকে কল করার জন্য আর কোনো তৃতীয় পক্ষ টুলস ইউজ করতে হবে না, ডিফল্টভাবেই এই ফিচারটি পেয়ে যাচ্ছেন। আপনি যদি Windows 10 19H1 (বিল্ড নাম্বার 18362.356 অথবা নতুন) অপারেটিং সিস্টেম ইউজ করেন, সেক্ষেত্রে এই ফিচারটি সহজেই ইউজ করতে পারবেন। তবে এখনকার জন্য এই ফিচারটি Windows 10’s 19H2 update ইনসাইডার ভার্শনের সঙ্গে প্রিলোডেড রয়েছে। যেটা অক্টোবরের কোনো একসময় স্ট্যাবল ভার্শনে মুভ করবে।

অবশেষে উইন্ডোজ টেন-এ কল সাপোর্ট ফিচার চলেই এলো। মাইক্রোসফট নতুন একটি উইন্ডোজ ১০ ইনসাইডার প্রিভিউ রিলিজ করেছে, যেখানে কলিং ফিচারটি টেস্টিং অবস্থায় থাকলেও এখন আপনি 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //