হোম অফিসের মেয়াদ বাড়ালো অ্যামাজন

টানা লকডাউনের পর বিভিন্ন দেশে এর কড়াকড়ি শিথিল করে দিচ্ছে। খুলে দিচ্ছে অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে করোনা সংক্রমণ না কমায় বাসা থেকে কাজের মেয়াদ বাড়ালো ই-কমার্স প্ল্যাটফর্ম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। 

নতুন ঘোষণা অনুযায়ী, অক্টোবরের ২ তারিখ পর্যন্ত অ্যামাজনের অনেক কর্মী বাসায় থেকে কাজ করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, করোনাভাইরাসের কারণে হুমকিতে রয়েছে অ্যামাজন। এ কারণে কর্মীদের বাসা থেকে কাজের মেয়াদ ২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। অবশ্য প্রতিষ্ঠানটির সব কর্মী এ সুবিধা পাবেন না। 

বাসা থেকে কাজের নীতি গ্রহণ করায় ঠিক কত জন কর্মী এ সুবিধা পাচ্ছেন, তা জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ। তবে যাদের অফিসে আসতে হচ্ছে তাদের জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সম্প্রতি অ্যামাজনের এক মুখপাত্র ই-মেইলে জানান, যেসব কর্মী বাসায় থেকে কাজ করলেই হচ্ছে, তারা অন্তত ২ অক্টোবর পর্যন্ত বাসা থেকেই কাজ চালিয়ে যাবেন। বিশ্বের সব অ্যামাজন অফিসে এই নীতি কার্যকর হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //