‘স্থায়ীভাবে বাসা থেকে কাজ কর্মীদের জন্য ক্ষতিকর’

করোনার সংক্রমণ রোধে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বাসা থেকে অফিসের কাজ করছে। এর মধ্যে টুইটারসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কিছুসংখ্যাক কর্মীকে স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা বলছেন, এই সুযোগটিই কর্মীদের জন্য ক্ষতিকর হতে পারে। 

নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে নাদেলা বলেন, পুরোপুরি দূর থেকে কাজ করার ব্যবস্থাটি হবে “এক অনুশাসনকে অন্য অনুশাসন দিয়ে অদলবদলের মতো।”

স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার ফলে কর্মীদের সামাজিক যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে বলে মনে করেন নাদেলা। 

ভার্চুয়াল ভিডিও কল কখনোই স্বশরীরে উপস্থিত হয়ে মিটিংয়ের জায়গা নিতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি। 

মানসিক স্বাস্থ্যের অবনতির শঙ্কায় মাইক্রোসফট প্রধান আরো বলেন, “ধ্বংসের চেহারা কেমন হয়? মানসিক স্বাস্থ্য দেখতে কেমন হয়? সংযোগ এবং সমাজ গঠন দেখতে কেমন? একটি বিষয়, যা আমি টের পাই তা হলো, যখন আমরা সবাই বাসা থেকে কাজ করছি এই অবস্থায় আমরা কিছু সামাজিক ভিত্তি ধ্বংস করে ফেলছি। এর প্রতিকার কী?”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //