ওয়ানপ্লাসের কম দামি ফোন আসছে

ওয়ানপ্লাসের প্রতিটি স্মার্টফোন ফ্ল্যাগশিপ মানের হওয়ায় এর দাম নির্ধারণ করা হয় অনেক বেশি। এর ফলে অনেকের হাতের নাগালের বাইরে থাকে এসব ফোন। এবার প্রতিষ্ঠানটি কম দামি ফোন আনবে বলে জানা গেছে। 

কোম্পানিটির সিইও পিট লাউ বলেন, আমাদের পণ্য সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছে দিতে চাই। তাই সাশ্রয়ী দামের ফোন বাজারে আনার বিষয়টি আমরা বিবেচনা করছি। আশা করছি এতে ওয়ানপ্লাসের ক্রেতা আরো বাড়বে।

তবে পিট লাউ তার বক্তব্যে ফোনটি সম্পর্কে কিছু বলেননি। কবে নাগাদ বাজারে আসবে তাও কিছু জানাননি। 

জানা গেছে, ওয়ানপ্লাস জেড নামে একটি ফোন আনবে ওয়ানপ্লাস। ফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর, ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে ফাইভজি সুবিধা থাকবে। 

সাশ্রয়ী দামের এই ফোন সর্বপ্রথম ভারতে, পরে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে ছাড়া হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //