মৃগী রোগ শনাক্ত করবে স্মার্ট চশমা!

প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির ফলে খুব সহজ হয়ে যাচ্ছে জীবনযাত্রা। স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণেও আসছে অভিনববত্ব। তারই ধারাবাহিকতায় গবেষকেরা সম্প্রতি স্মার্ট ইলেকট্রনিক গ্লাস (ই-গ্লাস) তৈরি করেছেন, যা মৃগী রোগ এবং ঘুমের সমস‌্যা শনাক্ত করতে পারবে। 

স্মার্ট ইলেকট্রনিক গ্লাস কোনো ব‌্যক্তির মস্তিষ্কের তরঙ্গ ও শরীরের নড়াচড়া শনাক্ত করতে পারবে। এর পাশাপাশি একই চশমা দিয়ে চোখের নড়াচড়ার মাধ‌্যমে ভিডিও গেম নিয়ন্ত্রণ করা যাবে। - খবর আইএএনএসের। 

'এসিএস অ‌্যাপ্লায়েড ম‌্যাটেরিয়াস অ‌্যান্ড ইন্টারফেসেস' সাময়িকীতে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।

মস্তিষ্ক বা চোখ থেকে বৈদ্যুতিক সংকেত পরিমাপকারী ডিভাইসটি মৃগী রোগ এবং ঘুমের সমস‌্যা শনাক্ত করার পাশাপাশি হিউম‌্যান-মেশিন ইন্টারফেসগুলোতে কম্পিউটার নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে এই পরিমাপ পেতে ত্বক এবং সেন্সরের মধ্যে একটি স্থির শারীরিক যোগাযোগ প্রয়োজন, যা অনমনীয় ডিভাইসগুলোতে পাওয়া কঠিন।

কোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল নরম, পরিবাহী ইলেকট্রোডকে ই-চশমায় যুক্ত করেন, যা তারবিহীন উপায়ে মস্তিষ্ক এবং চোখের সংকেতকে পর্যবেক্ষণ করতে পারে। এ ছাড়া এটি শরীরে নড়াচড়া শনাক্তের পাশাপশি হিউম‌্যান-মেশিন ইন্টারফেস হিসেবেও কাজ করত পারে।

গবেষকেরা বলেছেন, ই-চশমা ডিজিটাল স্বাস্থ্যসেবা বা ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ্লিকেশনগুলেোর জন্য দরকারি হতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //