জিপি আনলো পকেট রাউটার

বাসা, অফিস, রিটেইল স্টোরসহ যেকোনো জায়গা থেকে ইন্টারনেটে যুক্ত থাকতে পকেট রাউটার নিয়ে এলো জিপি। মডেলটির নাম এমএফ৯২৭ইউ।  এর মাধ্যমে একাধিক ভোক্তা একইসাথে গ্রামীণফোনের ফোরজি এলটিই সুবিধা নিতে পারবেন। 

দৃষ্টিনন্দন ডিজাইনের এমএফ৯২৭ইউ প্রতি সেকেন্ডে ১৫০ ডাটা ডাউনলিঙ্ক, ৫০ আপলিঙ্ক সমর্থন করে। যা একইসাথে ১০ জন ব্যবহারকারীকে উচ্চগতির মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। 

রাউটারটি সাদা রঙের চেসিস এবং চারটি এলইডি ইন্ডিকেটর লাইট যুক্ত।

৮০২.১১ বি/জি/এন ২x২ ওয়াই-ফাই রাউটারের এমএফ৯২৭ইউ সব ডেস্কসহ সব জায়গায় সহজেই ব্যবহারযোগ্য।

সহজে বহনযোগ্য রাউটারটির আকৃতি মাত্র ৭৮*৭৮*১৪.৫ মিলি মিটার। ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্পিয়ার। ডাটা কানেক্টিভিটি শেয়ারে ‘এমএফ৯২৭ইউ’ প্রযুক্তি দেবে ৩০০ এমবিপিএস ডাটা এবং ইউএসবি পোর্ট ব্যবহারের সুবিধা। রাউটার একটানা ৮ ঘণ্টা কাজ করবে। 

নতুন এ পকেট রাউটার প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব জানান, করোনাভাইরাস প্রতিদিনের জীবন বদলে দিয়েছে। ফলে ডিজিটাল মাধ্যমের সক্রিয়তা অনেকাংশেই বাড়ছে। ফলে দিন দিন বহু ডিজিটাল সম্ভাবনাও উন্মোচিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণফোন তার গ্রাহকের প্রয়োজনে নিত্যনতুন সেবা ও সুবিধা দিয়ে আসছে। জিপি পকেট রাউটারের মাধ্যমে একেবারে প্রত্যন্ত জায়গা থেকেও একাধিক ভোক্তা একইসাথে গ্রামীণফোনের ফোরজি এলটিই সুবিধা নিতে পারবেন। 

ডিজিটাল বাংলাদেশ গড়তে এ রাউটার সহায়ক হবে বলে জানান মোহাম্মদ সাজ্জাদ হাসিব।

নতুন এ রাউটারটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা। এতে দুই বছরের বিক্রয়োত্তর ওয়্যারেন্টি থাকছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //