চীনে আইফোন বিক্রি নিয়ে চিন্তিত অ্যাপল

চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তিত বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল। কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে আইফোনের অ্যাপস্টোর থেকে উইচ্যাট সরিয়ে ফেলা হলে আইফোন ব্যবহার করা লাখ-লাখ চীনা হুয়াওয়ের দিকে ঝুঁকে পড়বেন।

দীর্ঘ দিন ধরে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন, চীন সরকারের সঙ্গে উইচ্যাটের মতো অ্যাপগুলোর যোগসূত্র রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

মার্কিন ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসার পথ বন্ধ হওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলছে অ্যাপলকে। পশ্চিমা কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল একমাত্র ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান যাদের ২০ শতাংশ লাভ আসে চীন থেকে।

চীনের আইফোন ব্যবহারকারী সিএনএনকে জানান, অ্যাপল যদি আইফোন থেকে উইচ্যাট সরিয়ে ফেলে তাহলে আমি হুয়াওয়েতে চলে যাব। চীনে উইচ্যাট থাকতেই হবে। এখনকার দিনে এটি আমাদের জীবন-যাপনের অবিচ্ছেদ্য অংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //