সব শুল্ক ও ভ্যাট কার্যালয় খোলা রাখার নির্দেশ

ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। তই সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এই দুটি বিভাগের আওতাধীন বিভাগ বা দপ্তর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলার রাখার নির্দেশ দেওয়া হয়।

অবশ্য এতো দিন কাস্টমস হাউসগুলো সীমিত পরিসরে খোলা ছিলো। তবে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //