একটি ছেলে রোজ বারে এসে এক সাথে তিন গ্লাস মদ নিয়ে আস্তে-আস্তে চুমুক দিয়ে তিনটা গ্লাস খালি করে চলে যায়।
বার টেন্ডারের কাছে ব্যাপারটা বেশ আশ্চর্য্য লাগত। সে একদিন ছেলেটাকে জিজ্ঞেস করেই বসল, "আচ্ছা, আপনি রোজ এসেই তিনটে গ্লাস কেন নেন, এক গ্লাসেই তো তিন পেগ খেতে পারেন।
ছেলেটি উদাসভাবে বলল, আমরা তিন জন বাল্যকালের বন্ধু ছিলাম। এখন ওরা কর্মসূত্রে অনেক দুরে থাকে। এ জন্য দুই গ্লাস ওদের আর এক গ্লাস আমার জন্য নিই। তাতে আমার মনে হয় ওরা আমার পাশে বসে আমার সাথেই মদ্যপান করছে।
কয়েক মাস পর আচমকা একদিন সেই ছেলেটি শুধু দুই গ্লাস মদ চাইল। আর ওকে কিছুটা মনমরা আর উদাস লাগছিল। সেদিন সে দুই গ্লাসেই চুমুক দিচ্ছিল।
বার টেন্ডার ভাবল; হয়ত ওর এক বন্ধু মারা গেছে। সে তাকে স্বান্তনা দেবার জন্য ওর পাশে এসে দাঁড়াল। জিজ্ঞেস করল, "আপনার এক বন্ধুর কি হয়েছে? আজ শুধু দুই গ্লাস কেন চাইলেন?
ছেলেটি বড় অমায়িকভাবে বলল, আমার দুই বন্ধুই সুস্থ-সবল আছে রে ভাই। কিন্তু আমার স্ত্রীর অত্যাচারে বাধ্য হয়ে আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছি। তাই আজ শুধু ওদের পেগটা খাচ্ছি!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দেশরঙ্গ হাসির জোকস মিজার জোকস জোকস
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh