বল্টু ঈদের দিন দুপুরে ঘুরতে বের হয়ে বিপদে পড়েছে। কারণ ঈদের দিন রিক্সা পাওয়া খুব কঠিন। তার উপর গরেম হাসফাস অবস্থা।
অনেক পরে বল্টু রিক্সা পেলো। বল্টু রিক্সাওয়ালােকে বললো, এ রিক্সা যাবে।
রিক্সাওয়ালা: কই যাবেন মামা?
বল্টু: জাহান্নামে।
রিক্সাওয়ালা: ভাড়া কিন্তু বেশি দেওয়া লাগবে মামা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দেশরঙ্গ হাসির জোকস মজার জোকস দেশরঙ্গ বল্টুর জোকস
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh