১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপদেষ্টার দুটি কথা

১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে সাম্প্রতিক দেশকাল পরিবারের সবাইকে অভিনন্দন জানাই। অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রবাহে গণমাধ্যমটির ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। সত্যিকারের গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এ ক্ষেত্রে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদপ্রবাহে পত্রিকাটির ভূমিকায় দেশের গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বলে আমি বিশ্বাস করি। দেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনায় গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম।

এই ধারাবাহিকতায় সাম্প্রতিক দেশকাল দেশ ও জাতির বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে ভবিষ্যতেও পত্রিকাটি জোরালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সব দল-মত ও মতাদর্শের বিশ্বাসকে ছাপিয়ে সাহসী ও নির্মোহ লেখনী প্রকাশে এর ভূমিকা সত্যিই অসাধারণ। দেশের একতা, সাম্য ও সার্বভৌমত্ব বজায় রাখতে এবং নীতিনির্ধারক ও নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে সাম্প্রতিক দেশকাল নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। 

১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে একটি বিশেষ সংখ্যা বের হচ্ছে জেনে আমি আনন্দিত এবং সেই সুযোগে সাম্প্রতিক দেশকাল পরিবারের সব সদস্য, লেখক-পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং পত্রিকাটির সার্বিক অগ্রযাত্রা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আন্তরিক শুভেচ্ছাসহ
মো. নাসের শাহরিয়ার জাহেদী
চেয়ারম্যান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //