পশুর প্রতি ভালোবাসার গল্প 'কালাই'

ভালোবাসার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়। বলা হয়, মানুষ জন্ম নেয় অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে। আমাদের মাঝেই আছেন এমন কিছু মানুষ যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে, সব প্রাণে। তাদের সেই ভালোবাসা, যত্ন আর মায়ায় ভালোভাবে বেঁচে থাকে অসহায় ও অবহেলিত অনেক পশু-পাখিও। 

জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ঈদুল আজহা উপলক্ষে এমনই এক ভিন্নধর্মী গল্পে নির্মাণ করলেন নাটক ‘কালাই’। পোষা ছাগলের প্রতি মালিকের অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং তার বিপরীতে আছেন ইভানা।

নির্মাতা রশিদ সবসময় ভিন্ন ভিন্ন কাজ নিয়ে হাজির হন দর্শকের কাছে। এবার তিনি একটি ছাগলকে কেন্দ্র করে মর্মান্তিক কাহিনী নিয়ে নির্মাণ করছেন নাটক ‘কালাই’। লেখক ও সাংবাদিক আনিসুর বুলবুলের গল্প থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। 

এ নাটক প্রসঙ্গে ফারহান বলেন, গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয় বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে।

নির্মাতা রশিদ বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে কালাই। একটি কোরবানির ছাগলকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবে।

ফারহান ও ইভানা ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে জায়ান, রাশেদ এমরান, রকি খান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : কালাই নাটক

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //