শুভ জন্মদিন নাদিয়া

শোবিজের প্রিয় মুখ নাদিয়া আহমেদ। একাধারে তিনি জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আজ ৩১ আগস্ট এই তারকার জন্মদিন। 

মজার ব্যাপার হলো আজ নাদিয়ার মায়েরও জন্মদিন। একই তারিখে জন্ম নিয়েছেন মা ও  মেয়ে। প্রতিবারই চেষ্টা করেন মায়ের সাথে জন্মদিন উদযাপনের। মা দূরে থাকলেও মায়ের সাথে কথা বলেন, জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।

অভিনেতা নাঈমের সাথে বিয়ের পর নাদিয়ার জন্মদিনগুলো আরো রঙিন হয়ে উঠেছে। স্ত্রীর জন্মদিনে নাঈম কোনো শুটিং রাখেন না। জন্মদিনটিকে বিশেষায়িত করার চেষ্টা করেন তিনি। এবারো দুজনে কিছু প্ল্যান করেছেন ঘরোয়া আয়োজনে। 


নাদিয়া মাঝে অনেকটা লম্বা সময় বিরতিতে ছিলেন। তবে সাম্প্রতিককালে আবার ব্যস্ত হয়েছেন তিনি। গত কোরবানি ঈদে নাদিয়ার বেশকিছু নাটক প্রচার হয়েছে। সেগুলো দর্শককে আনন্দিত করেছে। 

এর বাইরে নাদিয়া বর্তমানে একজন নেত্রীও। ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের একজন নির্বাচিত প্রতিনিধি। শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েই শিল্পীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

নাদিয়ার অভিনয় জীবন শুরু হয় ১৯৮৪ সালে ‘শিশুমেলা’ দিয়ে। তবে তিনি আলোচনায় আসেন ১৯৯২ সালে ‘বড় রকমের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে। 


এরপর তিনি সাবলীল অভিনয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শকদের। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘দূরের মানুষ’, ‘নীল রঙের গল্প’, ‘চার কন্যা’, ‘অবশেষে কাছে এসে’, ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’, ‘একটি বাবুই পাখির বাসা’, ‘পাগলা হাওয়ার দিন’, ‘ওরা বখাটে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘অল্প স্বল্প গল্প’, ‘বৃষ্টিদের বাড়ি’, ‘চাইল্ডহুড লাভ’,‘ তোর কপালে দুঃখ আছে’ ইত্যাদি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //