ডিমেনশিয়ায় আক্রান্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সব কিছু
ভুলে যান তিনি। আর তাই ভুল করেই নিজেকে অন্যের স্ত্রী দাবি করে বসেন তিনি। না, পর্দায়
এমনই এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। গল্পে তার চরিত্রের নাম রিমি।
নাটকে দেখা যাবে- উত্তরার একটি ফ্ল্যাটে একা থাকে হিমেল। একদিন সকালে ঘুম থেকে উঠেই তার পাশে একটি সুন্দরী মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে। বিছানা থেকে লাফিয়ে নামে হিমেল। বেশ কয়েকটা প্রশ্ন জাগে তার মনে। কে এই মেয়েটা? কী তার উদ্দেশ্য! মেয়েটাকে সে ঘুম থেকে জাগিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। মেয়েটি জানায়, সে তার ওয়াইফ, নাম রিমি।
‘যেওনা তুমি এখনি’ নটাকের একটি দৃশ্য
মেয়েটি এমন আচরণ করে কথা বলে যেন মনে হয় হিমেল তার সত্যিই
স্বামী। পুলিশ বা প্রতিবেশীকে ব্যাপারটি জানালে স্ক্যান্ডাল হতে পারে ভেবে হিমেল চুপ
করে থাকে। সে কৌশলে রিমিকে বাসা থেকে বের করতে চাইলে রিমি কান্নাকাটি শুরু করে। হিমেল
অফিসে চলে যাবার সময় ইচ্ছে করে মেইন দরজা খুলে রাখলেও সে অফিস থেকে ফিরে দেখে রিমি
বাসাতেই আছে। সে হিমেলকে ভাত বেড়ে খাওয়ায়। সেবা-যত্ন করে। রিমিকে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন
করলেই কান্নাকাটি করে।
হিমেল সিদ্ধান্ত নেয়, তাকে সে আর প্রশ্নবাণে বিব্রত করবে না। তাকে তার নিজের মতোই থাকতে দেয়। ধীরে ধীরে রিমির প্রতি ভালোলাগা তৈরি হয় হিমেলের। তাকে বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। একদিন হঠাৎ কামাল নামের এক যুবক এসে নিজেকে রিমির স্বামী হিসেবে দাবি করে! সে জানায়, রিমি (নাদিয়া) নাকি ডিমেনশিয়ায় আক্রান্ত!
‘যেওনা তুমি এখনি’ নটাকের একটি দৃশ্য
এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক
‘যেওনা তুমি এখনি’। সারিব হাসানের রচনায় প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। নাদিয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হোসাইন নিরব, বাবুল আহমেদ, নাজনীন হীরা, রিতু তালুকদার, রিপন গাজী
ও তাসলিমা মনি। প্রচারিত হবে ১৬ নভেম্বর, শনিবার রাত ৯ টা ০৫ মিনিটে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সালহা খানম নাদিয়া ডিমেনশিয়া বিটিভি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh