চমকের আক্ষেপ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ক্যারিয়ারের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে তিনি বেশ সক্রিয় ছিলেন। ৫ই আগষ্ট সরকার পতনের পরও তিনি থেমে নেই।

বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক পোস্টে তিনি জানান, ‘কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না’।


চমক তার ফেসবুক পেজে লেখেন, ‘অতঃপর মা বুঝাইয়া কহিলো ‘বোবার কোনো শত্রু নাই, তাই ভালো, চুপ থাকাই।’ এরপরই হাতজোড় করার ইমোজি দিয়ে চমক লিখেন, দেখেন যেইটা ভালো মনে করেন। কিছু জিনিস এই দেশে জীবন দিয়েও পরিবর্তন হবে না!

অভিনেত্রীর ফেসবুক পেজ স্ক্রল করে দেখা যায়, নিয়মিত স্বাধীন দেশে হতাশা ভরা পোস্টই দিচ্ছেন তিনি। আরও একটি স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ,‘স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh