বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। কাজ করছেন ওটিটি কনটেন্টেও। ছোটপর্দার এ নায়িকা প্রস্তুতি নিচ্ছেন সিনেমার জন্যও।
তার ভাষ্য, ‘সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো গল্প। পাশাপাশি ভালো নির্মাতা ও প্রোডাকশন হাউজের প্রয়োজন হয়। সেটার জন্যই অপেক্ষায় আছি। ভালো কিছু দিয়েই শুরু করতে চাই। আশা করছি খুব শিগগির সবাইকে সুখবর দিতে পারবো।’
গত কয়েক বছর ছোটপর্দার তারকারা বানিজ্যিক সিনেমার বাইরে গিয়েই কাজ করছেন। এক্ষেত্রে তিশা কোন ধরনের সিনেমায় কাজ করতে চান? উত্তরে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, কমার্শিয়াল সিনেমায় আমাকে খুব ভালো মানাবে। এটা আমার দর্শকরাও বলছেন। একটা হলেও কমার্শিয়াল সিনেমা আমার করা উচিত। এজন্যই কমার্শিয়াল সিনেমা নিয়েই এখন ভাবছি। হয়তো শুরুটা এটা দিয়েই হবে। পরবর্তীতে অন্য কিছু করব।’
এদিকে এ গ্ল্যামারকন্যা এরইমধ্যে ক্যারিয়ারে এক দশক পার করলেন। এ সময়টা নিয়েও তিনি
কথা বলেন। তার এ পথচলাটা মোটেও মসৃণ ছিল না বলেই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘অনেকেই
অভিনয় শিখে আসেন। থিয়েটার থেকে হাতেখড়ি নেন অভিনয়ে। সেদিক থেকে অন্যদের মতো কাজ শিখে
আসা শিল্পী আমি নই। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছিল আমাকে। তবে অভিনয়ের প্রতি আমার
দুর্বলতা ছিল। তাই অনেক উত্থান পতনের মধ্য দিয়েও নিজের চেষ্টা চালিয়ে গিয়েছি। দর্শকদের
ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি। দশ বছর ধরেই নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তানজিন তিশা কমার্শিয়াল সিনেমা নাটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh