বিনোদন রিপোর্টার
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তবে এ অভিনেত্রী সর্বশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে
দারুণ আলোচনায় আসেন। কাজল আরেফিন অমি পরিচালিত ‘এ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে
দর্শক মাতিয়েছিলেন তিনি। দর্শকদের এই অন্তরা বিয়ে করেছেন বেশ ক’ বছর হলো। কন্যা সন্তানের
মা হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই।
তবে অভিনয়ে না থাকলেও দর্শকরা তাকে খোঁজেন। তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা-না ফেরার বিষয়ে। জানালেন আপাতত নাটকে কাজ করছেন না তিনি।
ফারিয়া ফেসবুক ওয়ালে
এক পোস্টে বিস্তারিত জানিয়ে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ
করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি।
কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক
এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh