সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ফেসবুক পোস্টে বিভিন্ন বিষয়ে তিনি নিজের মতামতা জানান। এবার বিজয়ের মাসে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়। চলতি মাসেই ফিরে পেয়েছিল স্বাধীনতা। আর বিজয়ের এই মাসে ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
অভিনেত্রীর জানান, ‘আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশাত্ববোধক গান শেয়ার করবেন তিনি। আর তারই ধারাবাহিকতায় রবিবার শেয়ার করলেন জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানের লিংকটি।
ক্যাপশনে শাওন লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান আমার ফেসবুক পাতায় দেব। যাদের ভালো লাগবে শুনবেন।’
তিনি আরও লিখেছেন, ‘যাদের ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেহের আফরোজ শাওন ১৬ ডিসেম্বর ১৯৭১
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh