বিয়ে করা ভুল ছিল বললেন তিশা

বিয়ে করা ভুল ছিল বলে মন্তব্য করেন ছোটপর্দার নায়িকা তাসনুভা তিশা। তার বাচ্চাদের বিয়ে করতে উৎসাহিত করবেন না বলেও জানান। কিন্তু কেন? অভিনেত্রীর এমন কথা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে কি আবারও বিচ্ছেদের পথে তিনি।

ব্যক্তিজীবনে ২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেন তিশা। সেই সংসারে ছিল তার এক মেয়ে এক ছেলে।  তবে বিয়ের বছরের মাথায় ভেঙে যায় এই অভিনেত্রীর সংসার। ২০১৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।  কয়েকবছর 'সিঙ্গেল মাদার' থাকার পরে ২০২২ সালে মো. আজগর নামে একজনকে বিয়ে করেন তিশা। দুজনের পরিচয়ের সম্পর্ক শেষপর্যন্ত বিয়েতে রূপ নেয়।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার অভিনয় চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, 'বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল।কেন বিয়ে করা সবচেয়ে বড় ভুল, সেই কারণ খোলাসা না করলেও অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহী হয় আটকাবো না।

তিশা আরও বলেন, ‘বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।

 

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh