পিতা ও পুত্রের সম্পর্ক এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘বিষন্ন মেঘের নিচে কালো রাস্তা’। আকরাম খানের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। প্রচারিত হবে ৭ ডিসেম্বর, শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।
অভিনয় করেছেন তনয় বিশ্বাস, মাসুম বাশার, মিলি বাশার, কবির উদ্দিন আহমেদ, রেজিনা রুনি, তানিয়া চৌধুরী, বিজয় বাঙালি, মাহফুজ আফনানসহ আরো অনেকে।
‘বিষন্ন মেঘের নিচে কালো রাস্তা’ নাটকের একটি দৃশ্য
নাটকের গল্পে দেখা যাবে- ধর্নাঢ্য আফজাল চৌধুরীর গাড়ির ড্রাইভার
হাসেম আলি স্বল্পভাষী ও বিশ্বস্ত। তাকে আফজাল চৌধুরী খুব পছন্দ করেন। হাসেম আলির সংসারে
এক ছেলে ও এক মেয়ে কিন্তু তার উচ্চাভিলাষী ছেলে রফিক মাঝেমধ্যে আফজাল সাহেবের গড়ি চালায়।
রফিক দ্রুত সময়ে আয়ের পথ খুঁজতে গিয়ে সমিতির মাধ্যমে দ্বিগুণ লাভের স্কিমে টাকা লগ্নি
করে। শুরুতে লাভের মুখ দেখতে পেয়ে তার কয়েকজন বন্ধুর কাছ থেকে ঋণ নেয়। এছাড়াও তার বোনের
বিয়ের জমানো টাকা বাসা থেকে চুরি করে সমিতিতে বিনিয়োগ করে। হঠাৎ গ্রাহকের সব টাকা নিয়ে
উদ্যোক্তারা সমিতি রাতারাতি বন্ধ করে পালিয়ে যান। সর্বস্বান্ত রফিক কি করবে বুঝে উঠতে
না পেরে আফজাল চৌধুরীকে অপহরণ করে। অপহৃত আফজাল চৌধুরীও ব্যস্ত নাগরিক জীবন থেকে মুক্তি
পেয়ে খুশি হন। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh