নাটকে নৃত্যশিল্পী মুনমুন আহমেদ

মুনমুন আহমেদ। আন্তর্জাতিক মানের একজন নৃত্যশিল্পী তিনি। অসাধারণ নান্দনিক চিন্তাভাবনা ও দারুণসব নৃত্য-শৈলীর মাধ্যমে তিনি মানুষের মনে খুব দ্রুতই স্থান করে নিয়েছেন । তিনি একাধারে দক্ষ পারফর্মার, কোরিওগ্রাফার, নৃত্য নির্দেশক এবং শিক্ষক। অবশ্য মাঝে মধ্যে তাকে অভিনয়েও দেখা যায়।

তারই ধারাবাহিকতায় বিটিভির একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন মুনমুন। তার অভিনীত ‘কলংক’ নামের নাটকটি ২১ডিসেম্বর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে। তহুরুজ্জামান বাবুর রচনায় এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরহানা হাসান।

নাটকটি প্রসঙ্গে মুনমুন আহমেদ বলেন, ‘বিটিভি আমাদের বিনোদনের অন্যতম একটি মাধ্যম। বিটিভির নাটকের গল্প অন্যসব চ্যানেলের নাটকের চেয়ে বরাবরই ভিন্ন হয়। এ নাটকের গল্পেও নতুনত্ব আছে। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় বিটিভির এ কাজের সঙ্গে যুক্ত হয়েছি।’

‘কলংক নাটকের একটি দৃশ্য

‘কলংক নাটকে আরও অভিনয় করেছেন আয়েশা সালমা মুক্তি, সোহান খান, সাবিহা আখতার, আরজুমান্দ বকুল, প্রীতি আহমেদ, রিনা রহমান ও জিফা।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh